সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
সিলেটের কানাইঘাটে পাষন্ড স্বামীর পিটুনীতে ২০ বছরের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন নিহত জেসমিনের পরিবার। মৃত্যুর পর পাষন্ড স্বামী ইসলাম উদ্দিন এটি আত্মহত্যা বলে এলাকায় চাউর করে হত্যাকান্ডের দায় এড়াতে চেয়েছিল বলে জানিয়েছেন নিহতের মামা ইসলাম উদ্দিন।
এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বাণীগ্রাম ইউপি’র নিজ গাছবাড়ী নয়াগ্রামে। বর্তমানে গৃহবধূর স্বামী ও সতিন সহ পরিবারের সবাই পলাতক রয়েছেন। জানা যায়, ঐ গ্রামের আজির উদ্দিনের পুত্র সিএনজি চালক ইসলাম উদ্দিন দুই বছর পূর্বে ঘরে স্ত্রী ও দুই সন্তান রেখে পার্শবর্তী ঝিঙ্গাবাড়ী ইউপি’র খাসের মাটি গ্রামের তুতা মিয়ার একমাত্র মেয়ে জেসমিন আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে ঘর থেকে বের করে নেয়। পরে তারা ধরা পড়ে থানা পুলিশের হাতে। এতে কানাইঘাট থানায় উভয়ের সম্মতিতে তাদের স্বজনদের সম্মূখে ৫ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয়।
এরপর থেকে সতিনের সংসারে শুরু হয় জেসমিনের দাম্পত্য জীবন। কিন্তু এর দুই বছর যেতে না যেতেই স্বামীর কঠোর নির্যাতনে তাকে যেতে হল পরপারে। নিহতের মামা ইসলাম উদ্দিন জানান বিয়ের পর থেকে জেসমিনের স্বামী ইসলাম উদ্দিন তাকে মারধর করতো। এমনকি জেসমিনের শাশুড়ীও তাকে নানা যন্ত্রণা দিত। এরই ধারাবাহিকতায় তার ভাগ্নীকে পরিকল্পিত ভাবে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে পাষন্ড স্বামী ও তার স্বজনরা এলাকায় আত্মহত্যা বলে চাউর করতে চায় বলে তিনি দাবী করেন। কারন হিসাবে তিনি বলেন মৃত্যুর পূর্বে জেসমিন তার মোবাইলে কথা বলতে গেলে কে বা কারা তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নেয়।
এছাড়াও তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, মা হারা মেয়েটি বড় আশা করে তার সংসারে এসেছিল। কিন্তু সে আশা পুরণ হয়নি তার। সরেজমিনে আশপাশ বাড়ির অনেকেই জানান মৃত্যুর পূর্বে জেসমিনকে খুব বেশী মারধর করে স্বামী ইসলাম উদ্দিন। যার আঘাতের চিহৃও রয়েছে জেসমিনের মৃত দেহে। এতে সাধারণ মানুষের ধারণা ইসলাম উদ্দিন স্ত্রীকে হত্যা করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চাউর করতে চেয়েছিল। নইলে তারা পলাতক হল কেন? আবার অনেকে মনে করেন স্বামীর পিটুনী সহ্য করতে না পেরে জেসমিন আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ জেসমিনের লাশ পাশের ঘরের মেঝে থেকে উদ্ধার করেন।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। ময়না তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd