সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৯
সিলেট নগরীর কালিঘাটের এক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি নগরীর কালিঘাট পয়েন্টের আল আরাফাত ম্যানশনের ২য় তলায় অবস্থিত মা কোম্পানীর হ্যাড অফিসে ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মা কোম্পানী নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আব্দুল আওয়াল ও একাউন্টস ম্যানেজার মেহেদী হাসানকে বেদড়ক মারপিট করে। সন্ত্রাসীরা ক্যাশে থাকা নগদ টাকা, ব্যাংক চ্যাক ও জরুরী কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে আব্দুল আওয়াল ও মেহেদী হাসান ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
আহত জেনারেল ম্যানেজার আব্দুল আওয়াল জানান, কামালগড় এলাকার ৬০-৭০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাণ্ডব চালিয়েছে।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd