লোটন বালাগঞ্জ-ওসমানীনগর সমাজকল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ২১, ২০১৯

লোটন বালাগঞ্জ-ওসমানীনগর সমাজকল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

যুক্তরাজ্য বসবাসকারী লোটন বালাগঞ্জ-ওসমানীনগর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২১ মে) ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নে ঈদগাহ বাজারে গরীব দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্য পবিত্র রমজান মাস উপলক্ষে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহমেদ বহলুলের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ বদরুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়া, জেলা যুবলীগ নেতা সালমান খান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম।

এসময় এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শায়েখ আহমেদ, লাল মিয়া, সার্জন আহমেদ, নুরালি মিয়া, শায়েখ আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা রাওয়ান আহমেদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম, মুহিব, আব্দাল, মুহিব, রাসেল আহমেদ, কাওসার আহমেদ, আতিকুর রহমান টিটু, জুনেদ, উজ্জল, কাজল, হুসেন, হাবিব, সোয়ন রাসেল, আব্দুল করিম, মোহাইমিন আভি, হানিফ মিয়া, জাকির আহমেদ, মারুফ আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, আর্ত-মানবতার সেবায় এবং দারিদ্র বিমোচনে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। তারা প্রবাসে থেকেও যেভাবে নিজেদের কষ্টার্জিত অর্থ দেশ এবং মানুষের কল্যাণে ব্যয় করেন তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। তিনি দারিদ্রদের মধ্য ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করায় যুক্তরাজ্যস্থ লোটন ওসমানীনগর-বালাগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

 

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..