নগরীতে অসামাজিকতার দায়ে তিন নারী পুরুষ আটক

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

নগরীতে অসামাজিকতার দায়ে তিন নারী পুরুষ আটক

সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ রিংকু দাস (২৮) নামে এক যুবককে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (২৫ মে) রাতে তাদের আটক করা হলেও রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসএমপি।

এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমপি’র কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশে থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইবাদুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ নগরীর লামাবাজারস্থ আজাদ বোডিংয়ে অভিযান পরিচালনা করে ২ নারীসহ তিন জনকে আটক করে।

এ ব্যাপারে মো. জেদান আল মুসা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অনেকদিন যাবত সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেল গোপনে দেহ ব্যবসা করে আসছে বলে জানিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..