নৌযানে চাঁদাবাজি, সুনামগঞ্জে গ্রেপ্তার ৭

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

নৌযানে চাঁদাবাজি, সুনামগঞ্জে গ্রেপ্তার ৭

সুনামগঞ্জের সুরমা নদীতে বিভিন্ন নৌযান থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ মে) রাতে গ্রেপ্তারকৃতদের র‌্যাব হেফাজত থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ার নুরুল ইসলামের ছেলে আবুল কালাম, একই পাড়ার নুর উদ্দিনের ছেলে দিলু মিয়া, হুমায়ুন কবিরের ছেলে মাজহারুল ইসলাম, সদর উপজেলার উরারকান্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে সেলিম মিয়া, একই গ্রামের আবুল হোসেনের ছেলে ফরহাদ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার মাজের টেক গ্রামের প্রয়াত আলতাফ আলীর ছেলে সাজ্জাদ আলী, একই গ্রামের প্রয়াত সুরুজ আলীর ছেলে কাছম আলী।

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, সুনামগঞ্জ সদর উপজেলার সাহেববাড়ি ঘাটে সংঘবদ্ধ হয়ে সুরমা নদীতে চলাচলকারী বালু পাথর ও বিভিন্ন পণ্যবাহী নৌযান থেকে অবৈধ চাঁদা আদায়কালে ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে সিমসহ ৯টি মোবাইল ফোন ও চাঁদাবাজির আদায়কৃত নগদ টাকা জব্দ করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে জনস্বার্থে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..