সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯
সিলেটের কানাইঘাটে ভ‚মি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ জানা যায়, গত ২৭ মে সোমবার দুপুর ১টায় উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ব্যপারে কানাইঘাট থানা লামাপাড়া গ্রামের মৃত মতছির আলীর ছেলে হামলায় আহত সেরওয়ান আলী বাদী হয়ে একই গ্রামের মঈন মিয়ার ছেলে নিজাম মিয়া, ইমাম মিয়া ও সাবাজ মিয়া’র নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নিজাম মিয়া গং সেরওয়ান আলীর প্রতিবেশি হওয়ার সুবাদে সেরওয়ান আলীর জায়গা জবর দখল সহ নিজাম মিয়া গং সেরওয়ান আলীর নিকট থেকে জোরপূর্বক ৪ শতক ভূমি রেজিস্ট্রারী দলিল করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। সেরওয়ান আলী ভূমি তাদের নামে রেজিস্ট্রারী করে না দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন সেরওয়ান আলীকে তাদের বাড়ীর সামনে রাস্তায় পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় সেরওয়ান আলী রক্তাক্ত জখম হন। একপর্যায়ে সেরওয়ান আলীর স্ত্রী আনোয়ারা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও পিঠিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা সেরওয়ান আলীর দখলীয় ভ‚মি থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ক্ষতি সাধন করে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে সেরওয়ান আলী ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে সিওমেক হাসপাতালে ভর্তি করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এএসআই শফিকুল হক গত বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd