সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯
সিলেট নগরীর কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে কতোয়ালি থানা পুলিশ এ অভিযান চালায়।
অভিযানে আটককৃতরা হলেন- মাসুক মিয়া (৪০) শফিক মিয়া (৩৬), হারুন মিয়া (৩৩), আইয়ুব আলী (৪৭), মনাই মিয়া (৫০), মোঃ মকদ্দছ(৪৫), মারুফ মিয়া (৩২), আলী হোসেন (৪৫), নিম্বর আলী (৬০), খদ্রিস মিয়া (১৮), আব্দুল মালিক (৫২), প্রফুল্ল দেব (৫০) ছবিল মিয়া (৪৫), কবির মিয়া (৫২) ও শিব্বির মিয়া (২০)।
একটি জুয়ার বোর্ডে মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পরিচালিত অভিযানে ১৫ জন জুয়ারিকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন- রাতে কাজির বাজারে জুয়ার বোর্ডে অভিযান করে ১৫ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। এসময় আরো প্রায় দুই শতাধিক জুয়ারি নদীতে ঝাপ দিয়ে এবং নদীর পাশ দিয়ে পালিয়ে যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd