সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ১, ২০১৯
সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শনিবার (১ জুন) জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার বাড়ির জালাল উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে কামরুল হক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
কামরুল ওই গ্রামের মৃত আবদুর নূরের ছেলে। সে ‘মাদক স¤্রাট’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে পুলিশ। কামরুলের সহযোগী জালাল উদ্দিন পলাতক রয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর উইং কমান্ডার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির জালাল উদ্দিনের বসত ঘর থেকে ১ হাজার ৩৬৯ বোতল ফেনসিডিলসহ কামরুল হককে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd