সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুন ৪, ২০১৯
সিলেটের গোয়াইনঘাট থেকে শিশু ধর্ষণ মামলার ২ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
সোমবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন মাতুরতল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) এএসপি ওবাইন এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা গ্রামের জমির আহমদের ছেলে তারেক আহমদ (৩০) ও একই এলাকার আব্দুল মতিনের ছেলে শোকিল মিয়া (১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে শিশু ধর্ষণ মামলার ২ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে র্যাব।গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
ক্রাইমসিলেট/ফআ
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd