সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯
সিলেট নগরীর খাসদবির এলাকা থেকে তীর শীলং খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. রাকিব উদ্দিন ভুঁইয়া ও এসআই (নিঃ) মো. রাকিব উদ্দিন নেতৃত্বে পরিচালিত অভিযানে খাসদবির এলাকার কালা পাথর মাঠের উত্তর-পশ্চিম পাশে জনৈক শেখ মো. সুমনের টিনের ঘরে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
আটক জুয়াড়িরা হলো- হবিগঞ্জের বাহুবল উপজেলাধীন দৌলতপুর গ্রামের (বর্তমানে নগরীর বাদাম বাগিচা কুটি মিয়ার কলোনী) আব্দুন নুরের ছেলে মো. আসাদ্দর আলী (৪৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাধীন দিশাগঞ্জ গ্রামের (বর্তমানে নগরীর মানিকপীর রোড আকবর মিয়ার কলোনী) মৃত আলী আশরাফের ছেলে আবু তাহের (৪৫), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন হাশকুরি গ্রামের (বর্তমানে নগরীর কলবাখানী খসরু মিয়ার কলোনী), মৃত মৌলা বখসের ছেলে আব্দুল ওয়াদুদ (৩০), নেত্রকোণার কেন্দুয়া উপজেলাধীন পূর্বহাটি গ্রামের (বর্তমানে নগরীর লন্ডনী রোড গাজী মিয়ার কলোনী) মৃত ফতেহ আলীর ছেলে বুরুজ আলী (৪২), বাহুবল উপজেলাধীন পৈইল ঘরেরপাড় গ্রামের (বর্তমানে ৬৪/১ মল্লিকা, বড়বাজার) মৃত শেখ মো. সাহিদ মিয়ার ছেলে শেখ মো. সুমন (৪৫), উত্তর কাজীটুলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. খুরশীদ আলম (৪০) ও দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের (বর্তমানে উত্তর কাজীটুলা, বাসা নং-১১) মো. লিলফর আলীর ছেলে মো. রাকিব উদ্দিন (৪৫)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও খেলায় ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
এ ব্যপারে এয়ারপোর্ট থানায় মামলা (মামলা নং-১৯, তাং-১৮/০৬/২০১৯) দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd