সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯
গোয়াইনঘাট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেছেন বায়ু দূষণের প্রভাবে দিনে দিনে বিশ্ব ব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বেশি বেশি গাছপালা রোপনের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলাকে সবুজায়ন করতে হবে। বায়ুদূষণ রোধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরা এগিয়ে আসতে হবে। সুতরাং সুস্থ ও সুন্দর পরিবেশ রক্ষায় সচেতনতার বিকল্প নেই। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ । আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট প্রসক্লাব সভাপতি এম এ মতিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন। সূধী সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবনের সম্মুখ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd