জাফলংয়ে রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার কাজ!

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

জাফলংয়ে রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার কাজ!

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই সংস্কার করছে কর্তৃপক্ষ। সড়কের বল্লাঘাট বাজারে রাস্তার মধ্যে ১১ হাজার বোল্টেজের বিদ্যুতের খুটি রেখে চলছে এ সংস্কার কাজ। রয়েছে যেকোন সময় মারাত্মক দূর্ঘটনার আশংকা।

অত্র এলাকার সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম সড়ক এটি। আশপাশ এলাকা জুড়ে রয়েছে জেলা পরিষদের রেষ্ট হাউজ, পিকনিক স্পট, বাজারসহ বিভিন্ন বড় বড় বিল্ডিং। বিশেষ করে রাতে চলাচলের জন্য রাস্তার মধ্যে এরকম বৈদ্যুতিক খুঁটি খুবই বিপদজনক বলে মনে করেন এলাকাবাসী সহ যানচালকরা।

দেখা যায়, জাফলংয়ের পিয়াইন নদি থেকে উত্তোলিত পাথর, বালুসহ পর্যটকবাহী যানবাহন এই সড়ক পথে যাতায়াত করে। এই এলাকায় রাতে মাঝে মধ্যে বিদ্যুৎ না থাকার কারনে রাস্তাগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন এ সড়কে চলাচলের জন্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে হয় চালকসহ স্থানীয়রা। এ সড়ক থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

হাইকোর্টের নির্দেশনা মতে দেশের সকল সড়ক থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ করার কথা থাকলেও কিভাবে এই সড়কে বিদ্যুতের খুঁটি রেখে সড়ক সংস্কার কাজ করছে কর্তৃপক্ষ এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..