যোতীর্ময় সেনের পরলোক গমন

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

যোতীর্ময় সেনের পরলোক গমন

সিলেট নগরীর করের পাড়া এলাকার যোতীর্ময় সেন পটল (৫৭) পরলোক গমন করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

গত শুক্রবার বিকেলে নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সিলেটের চালিবন্দর শ্মশান ঘাটে শুক্রবার সন্ধ্যায় তার শেষকৃত্য অনুষ্টিত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। যোতীর্ময় সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিভিন্ন মহলের লোক।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..