সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় বিআরটিসি বাসে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিআরটিসি বাসের সিলেট ডিপোর চালক ওয়ালি উল্লাহ বাদী হয়ে ২ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার শিবপুর গ্রামের ধলা মিয়ার পূত্র জহিরুল ইসলাম ও এক বাস চালক আরিফ মিয়া।
মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী একটি বিআরটিসি বাস সুনামগঞ্জে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে গাড়ী চালক আরিফ তার সহযোগী নিয়ে বিআরটিসি বাসে ঢিল ছুড়ে মারে। যার ফলে বিআরটিসি বাসের ৪ যাত্রী আহত হওয়ার পাশাপশি বাসের জানালার কাঁচ ভেঙ্গে যায়। এ ঘটনায় বিআরটিসি কর্তৃপক্ষের অনুমতিতে বাস চালক ওয়ালি উল্লাহ বাদী থানায় এ মামলা দায়ের করেন। ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, গোবিন্দগঞ্জে বিআরটিসি বাসের জানালা ভাঙ্গার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে। ফেইসবুক আইডিতে জড়িত বাস চালক ও বাস মালিককে আইনের আওতায় আনার দাবী তুলে মন্তব্য পোষ্ট করা হয়েছে। আবার কেউ-কেউ জড়িত বাস মালিকের সকল বাস সিলেট-সুনামগঞ্জ রোডে অবাঞ্চিত ও জড়িত চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের দাবী তুলেছেন।
Sharing is caring!