সিলেটে প্রথম দিনেই চমক দেখালেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

সিলেটে প্রথম দিনেই চমক দেখালেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন

গত ২৪ শে জুন অপরাহ্নে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহন করেন সিলেট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

পুলিশ সুপারের দায়িত্বগ্রহনের পর প্রথম কার্যদিবসে সিলেট জেলার মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্টিত হয়।এতে জেলার সকল উর্দ্ধতন কর্মকর্তা,সকল থানার অফিসার ইনচার্জ সহ সকল ইউনিট প্রধান এবং ফোর্স উপস্থিত ছিল।উক্ত সভা দুটিতে জেলার সকল অফিসার/ফোর্সের কল্যানের পাশাপাশি সিলেট জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ কে ‘জিরো টলারেন্স’ দেখানোর জন্য নির্দেশ প্রধান করেন।

বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেট জেলায় চুরি ডাকাতি নির্মূলের জন্য চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য সকল থানার অফিসার ইনচার্জদের কে কঠোড় নির্দেশনা প্রধান করে।পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলার সকল থানা পুলিশ চিহ্নিত ডাকাত/সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত রাত অনুমান ০১.১৫ ঘটিকার সময় বিশ্বনাথ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রীতিগন্জ বাজার অভিমুখে কুড়িখলা মসজিদ সংলগ্ন এলাকায় ডাকাতদের গ্রেফতারে অভিযান চালায়।এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।ডাকাতদের প্রতিরোধ করার জন্য পুলিশও পাল্টা গুলি ছুড়ে।পাল্টা পাল্টি গোলা গুলিতে আন্ত:জেলা ডাকাত সর্দার আকুল মিয়া (২৮) গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পরে যায়।আহত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে ।

এসময় ঘটনাস্থল থেকে ১ টি পাইপগান,২ রাউন্ড কার্তুজসহ ডাকাতি কাজে ব্যবহ্রত অন্যান্য মালামাল উদ্ধার করে।এই ঘটনায় এসআই দেবাশীষ শর্মা সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।আহত পুলিশ সদস্য সহ ডাকাত সর্দার আকুল নিয়া পুলিশ প্রহরায় এমএজি ওসমানী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। উক্ত ঘটনায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে আলাদা মামলা রুজুর প্রক্রিয়া চলতেছে। ডাকাত আকুলের বিরুদ্ধে সিলেট এবং সুনামগঞ্জ জেলায় মোট ৮ টি ডাকাতি মামলা রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..