সিলেট ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯
সিলেটের বিশ্বনাথে পঞ্চম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী অটোরিকশা চালক আবুল কাহার (৩০) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামের মৃত মরম আলীর পুত্র।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি আব্দুল খালেক এর নেতৃতে অভিযান চালিয়ে রোববার রাত ৯টা ১৫মিটিটে ছাতক উপজেলার ছৈলা এলাকা থেকে আব্দুল কাহারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কাহারকে সোমবার বিকেলে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে উপজেলার মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও রিকশা চালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে নির্যাতিত শিশুটির মা বাদি হয়ে আব্দুল কাহারকে একমাত্র আসামী করে গত শনিবার রাতে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ২৬।
উল্লেখ, গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর ঘরের পাশে থাকা টিউবওয়েলের পাশে তাকে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে আবুল কাহার। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাল এলাকার মাতব্বরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd