জাফলংয়ে বিএসএফ’র গুলিতে বারকি শ্রমিক আহতর ঘটনা বিজিবির স্বীকার

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

জাফলংয়ে বিএসএফ’র গুলিতে বারকি শ্রমিক আহতর ঘটনা বিজিবির স্বীকার

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর উৎস মুখ জিরো পয়েন্টের ভারতীয় অভ্যন্তর থেকে পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তিন পাথর শ্রমিক আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছে সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার বাবুল আহমদ, আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। আহতরা বিএসএফ এর চুরা গুলিতে সামান্য আঘাত প্রাপ্ত হয়েছে স্থানীয় ভাবেই এদের চিকিৎসা দেওয়ার পর এখন বাড়িতেই রয়েছে, পলাতক কেউ নেই।

গত শনিবার দিবাগত মধ্যরাতে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নৌকা দিয়ে জাফলং পাথর কোয়ারির জিরো পয়েন্ট এলাকা থেকে পাথর সংগ্রহ করতে গিয়ে বিএসএফ একটি পাথরবাহী নৌকা আটক করে নিয়ে যায় এবং বিএসএফ’র গুলিতে আহত হয় ৩ পাথর শ্রমিক তারা হলেন জাফলং রহমতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুর রহমান ( ২৭), একই গ্রামের হবি মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০), মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৩৫)। গুলিবিদ্ধ পাথর শ্রমিকরা পুলিশী গ্রেফতার ও আইনি জটিলতা এড়াতে সরকারী কিংবা স্থানীয় কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেনা বলে জানা গেলেও গতকাল মঙ্গলবার সংগ্রাম সীমান্ত ফাঁিড়র ক্যাম্প কমান্ডার বাবুল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন রাতের আধারে বিজিবির টহল টিমের সদস্যদের চোঁখ ফাকি দিয়ে স্থানীয় দালালদের সহযোগিতায় সীমান্ত রেখা অতিক্রম করে পাথর সংগ্রহ করতে গেলে ওপারে নিরাপত্তায় নিয়োজিত থাকা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর চুরা গুলিতে কিছু শ্রমিক আহত হয়। প্রাথমিক ভাবে এদের নাম পরিচয় সনাক্ত করতে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল, পরবর্তীতে আমাদের অনুসন্ধান টিম তাদের নাম ঠিকানা সংগ্রহ করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবাই এখন সুস্থ হয়ে উঠেছে।

অপরদিকে স্থানীয়দের দাবি আহতরা পুলিশ ও বিজিবির ভয়ে গ্রেফতার এড়াতে আতœগোপনে থেকে চিকিৎসা নিচ্ছে। স্থানীয় গোলাপ মিয়া ও হেলাল মিয়ার বাড়িতে আহতরা আশ্রয় নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে, ঘটনার দিনের পূর্বের মুহূর্ত পর্যন্ত দালালদের টাকা দিয়ে পর্যটকদের আকর্ষণীয় স্থান জিরো পয়েন্ট এলাকা থেকে বারকি শ্রমিকরা পাথর আনতে যেত। এ ঘটনার পর থেকে এখন আর নৌকা দিয়ে পাথর সংগ্রহ করতে কাউকে দেখা যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..