সিলেট ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯
সিলেট নগরীর ওসমানী মেডিক্যাল এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধের বিক্রয় ও প্রয়োগ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
বুধবার (১০ জুন) বিকালে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা, অপর ২টি প্রতিষ্ঠানকে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার করে ১০ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সার্বিক সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ উপস্থিত দোকানী ও জন সাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন হয়ে সততার সাথে আপনাদের ব্যবসা পরিচালিত করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে না রেখে তা যথাযথ ভাবে ধ্বংস করুন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd