গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

উজান থেকে আসা ঢল ও কয়েক দিনের ভারী বর্ষণে গোয়াইনঘাটের সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দি হয়ে আছে ৭ টি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।

শুক্রবার সকাল থেকে পিয়াইন ও সারী নদী পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি এখনো পানির নিচে রয়েছে। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকের বসতঘরে পানি ওঠায় গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলায় ৮০ হেক্টর আউশ, ২০ হেক্টর ভোনা আমন ও ৫ হেক্টর বীজ তলা ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া আরো ২ হাজার হেক্টর জমির আংশিক ক্ষতি হয়েছে বলে গোয়াইনঘাট কৃষি অফিস সূত্র জানিয়েছে।

অপরদিকে পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার বাউরবাগ, মমিনপুর, ও নয়াগাঙ্গেও পাড় গ্রামসহ নদীতীরবর্তী এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ি, লেঙ্গগুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত রয়েছে। এতে করে গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে থাকায় জেলা-উপজেলা সদরের সঙ্গে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর রাখা হচ্ছে। বন্যাকবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা পরিস্থিতির আরও উন্নতি হলে ক্ষয়-ক্ষতির বিবরণ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..