ধামরাইয়ের গোলাইল গ্রামে বিয়ের দাবিতে তানজিলা আক্তার নামে এক কলেজছাত্রী গত সোমবার থেকে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। এ ঘটনায় এলাকায় কয়েক দফায় সালিশ বৈঠক করেও কোনো সুরাহা করতে পারেনি। বরং একটি চক্র উভয়পক্ষের অভিভাবকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিয়ে না করলে ওই কলেজছাত্রী আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সরজমিন গিয়ে জানা গেছে, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের গোলাইল গ্রামের আব্দুল লতিফের ছেলে সুমন হোসেন চাকরি হওয়ার আগে পাশের বান্নল গ্রামের হারুন অর রশিদের কলেজপড়ুয়া মেয়ে তানজিলা আক্তারকে প্রাইভেট পড়াতো। সেই সূত্রধরেই তাদের মধ্যে দীর্ঘ দুইবছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে সুমনের সরকারি চাকরি হয়।
Sharing is caring!