সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। শনিবার রাত সাড়ে টায় তিনি ওসমানী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোজ খবর নেন এবং শান্তনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে থেকেও ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোজ খবর নিচ্ছেন। তিনি বলেন, যাতে কোন রোগী কোন ধরনের অবহেলা শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি সবাইকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের রোগমুক্তি কামনা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ডা. দেবব্রত রায়, নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd