সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে ইফাদ অনিক এবং সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফাদ আহমেদ।
তাদের মধ্যে সাজ্জাদ হোসেন ও ফজলে ইফাদ অনিক নিজ নিজ বিভাগ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছেন। তারা উভয়েই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।
রোববার (৪ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর লাক্কাতুরা মন্দিরের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘রাতে তাদের গাঁজাসহ আটকের পর পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-৭) দায়ের করেছে। রোববার দুপুরে ২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।’
ডিউটি অফিসার এস আই হাসিনা বলেন, ‘আটকের সময় তাদের কাছ থেকে সাড়ে তিনশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘আটকের ঘটনাটি বিশ্ববিদ্যালয় থেকে দূরবর্তী এয়ারপোর্ট এলাকায় ঘটেছে। এই অভিযোগ সত্য হলে তাদের ব্যক্তিগত দায়ভার ছাত্রলীগ বহন করবে না।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd