সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের ভবানীগঞ্জ বাজার হতে নয়াবাজার পর্যন্ত সড়কটি খুবই বেহাল। সড়কের এ অংশটির বিভিন্ন জায়গা ভেঙ্গে পুকুরের মত গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে উক্ত সড়কে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়ে।
এমতাবস্থা ঈদ উপলক্ষে জন দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন বংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। রোববার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ উদ্যোগে রাস্তা মেরামত কাজে নেমে পড়েন। ইট, বালু দিয়ে গর্তগুলো ভরাট করেন। এ এলাকার বাসিন্দা জাকির ঈদ উপলক্ষে বাড়ীতে আসলে স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে সাময়িক ভাবে জন দুর্ভোগ লাঘবে তিনি এ উদ্যোগ নেন।
এ সময় তাঁর সাথে ছিলেন গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, যুগ্ম সাধারণ সম্পাদক অটল কৃষাণ সিংহ শিবেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী, প্রচার সম্পাদক বলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, ইকবাল আহমদ, সামাদ আহমদ রনি প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd