সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার, আগস্ট ১৭, দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় বিএনপি মহাসচিব আব্দুল করিমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে করিম বলেন, বিগত দিনে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল, গণতন্ত্র ছিল। সেই গণতন্ত্রকে আবারো প্রতিষ্ঠিত করতে আমি বিএনপিতে যোগদান করেছি।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুল করিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় ধন্যবাদ জানাই।
বিএনপি মহাসচিব বলেন, এই সময়ে করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। তার যোগ দেওয়াটা আমাদের অনুপ্রাণিত করেছে। যে আমরা সঠিক পথে। আমাদের রাজনীতি সঠিক পথে আছে।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. হাসান উদ্দিন সরকার।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd