জন্মাষ্টমীতে ইসকনের ৩দিন ব্যাপী কর্মসূচী

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

আগামী ২৪ আগস্ট শনিবার শুভ জন্মাষ্টমী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। সনাতন ধর্মাবলম্বীরা জানেন যে, আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে উঠেছিল তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ আগস্ট শুক্রবার সকাল ৯ টায় জন্মাষ্টমী শোভাযাত্রা, রাত সাড়ে ০৭ টায় জন্মাষ্টমীর শুভ অধিবাস ।

ঐদিন শোভাযাত্রাটি ইসকন মন্দির থেকে রিকাবীবাজার-চৌহাট্টা-জিন্দাবাজার-নাইওরপুল – বন্দর-তালতলা-মির্জাজাঙ্গাল-রিকাবীবাজার হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

২৪ আগস্ট শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ০৪ পর্যন্ত কীর্তনমেলা, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্টান, রাত ১০টায় মহা-অভিষেক অনুষ্টান, রাত সাড়ে ১২টায় অনুকল্প প্রসাদ বিতরণ।

২৫ আগস্ট রবিবার নন্দোৎসব ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৩তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। এ উপলক্ষে দুপুর পর্যন্ত উপবাস। এছাড়া বেলা ১১টায় শ্রীল প্রভুপাদের অভিষেক অনুষ্টান, দুপুর ১টায় শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন, দুপুর ১টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের চরণকমলে সহস্র লাল গোলাপ নিবেদন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় অফারিং সেটার পাঠ, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭টায় শ্রীল প্রভুপাদ কথামৃত, রাত ৮টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে ১২৩ পাউন্ড ওজনের কেক নিবেদন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্টান ।

সিলেটে জন্মষ্টমী উপলক্ষে ৩দিনব্যাপী কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..