বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার জাফলং, পশ্চিম কালিনগর ও সালুটিকর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার আঙ্গারজুর এলাকার আব্দুল মালিকের ছেলে রাসেল মিয়া (৩০), পশ্চিম কালিনগর এলাকার মহিববুল হকের ছেলে আব্দুল করিম ও নরসিংদী সদর উপজেলার বুয়াকুড় এলাকার নুরি মিয়া উরফে এস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
তাদের মধ্যে আব্দুল করিম এক বছরের ও রাসেল মিয়া দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপর আসামি রফিকুল ইসলামের কাছ থেকে ৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজা মিয়া, এসআই যীশু দত্ত ও এএসআই আব্দুল হেকিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ সাজাপ্রাপ্ত দুই আসামি ও ইয়াবাসহ এক ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র লক্ষ্য হলো গোয়াইনঘাটসহ পুরো সিলেটকে মাদকমুক্ত করা। স্যারের দিক নির্দেশনা নিয়ে গোয়াইনঘাটকে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।