সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
সিলেটর গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের লাবু গ্রামের মৃত আম্বর আলীর ছেলে আছদ্দর আলী (ডাকাত) বোপরোয়া। কিন্তু গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে শুরু করে তার অপরাধ।
জানা গেছে- আছদ্দর কয়েক দিন নিরব থাকলেও বর্তমানে সে বেপরোয়া হয়ে উঠেছে। চুরি-ডাকাতির পাশাপাশি চালিয়ে যাচ্ছে এলাকায় নানান সড়যন্ত্র। তার অত্যাচারে অতিষ্ট এলাকার শান্তিমাকী মানুষজন।
আছদ্দরের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় যত ডাকাতির মামলা রয়েছে- মামলা নং- ১৭ তারিখ ১৬/ ০৮/১০ ইং। মামলা নং- ০৩/ তারিখ ০৬/০৫/২০০৯। মামলা নং- ১৯/ তারিখ২৭/১০/২০০৫। মামলা নং- ০১ তারিখ ০৪/০৯/২০০৫ ইং। মামলা নং- ০২ তারিখ ০১/০৭/২০১৭ ইং। মামলা নং- ২৫ তারিখ ২৮/০৩/১৪ ইং। মামলা নং- ২২ তারিখ ২২/০২/২০১৪ইং। মামলা নং- ১১ তারিখ ২৫/০৫/২০০৮ ইং। বর্তমানে সকল মামলা চলমান রয়েছে।
এই মামলাবাজ ও ডাকাত আছদ্দরের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd