সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরমধ্যে তিনজনকে মাদক আইনে, একজনকে মোটরসাইকেল পাচার মামলায় গ্রেপ্তার করা হয়। অন্যজন গোয়াইনঘাট থানার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
শনিবার (২৪ আগস্ট) গভীররাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।
গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, পুলিশের উপ পরিদর্শক (এসআই) বাছেদ নন্দীরগাওঁ গ্রামে অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ তছির মিয়ার ছেলে কুতুব উদ্দিন (৪২), কোম্পানিগঞ্জ উপজেলার মহিষ খেড় গ্রামের আব্দুল হান্নানের ছেলে এমরান ( ২৫), আঙ্গারজুর গ্রামের মৃত জমির আলীর ছেলে সালেহ আহমদকে (৩৬) কে মাদক আইনে গ্রেপ্তার করেন।
এদিকে গোয়াইনঘাট থানার পরিদর্শক (ইন্সপেক্টর) তদন্ত হিল্লোল রায় উপজেলার ভাদেশ্বর গ্রামের আফতাব আলীর ছেলে আবুল কালামকে (৩০) মোটরসাইকেল পাচার মামলায় গ্রেপ্তার করেন।
এছাড়াও থানার অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) রাজীব রায় পূর্ব জাফলং ইউনিয়নের সোনাটিলায় অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আব্দুর রহমানের ছেলে শওকত আলীকে (৪৭) গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল আহাদ বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত রাতে পৃথক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd