সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
জৈন্তাপুর উপজেলা সিমান্তে ভারত থেকে চোরাইপথে আসা ৩৩ বস্তা পঁচা সুপারি সহ ১টি ডিআই গাড়ি আটক করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা।
বিজিবি ও স্থানীয় স‚ত্রে জানা যায়, রবিবার (২৫ আগস্ট) বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প কমান্ডারের নেতৃতে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফৈরিঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ বস্তা ভারতীয় পঁচা সুপারি সহ ১টি ডিআই গাড়ি আটক করতে সক্ষম হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, জৈন্তাপুর সীমান্ত এলাকা এখন চোরাকারবারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এ সীমান্ত এলাকা দিয়ে নিয়মিত বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু, মহিষ, সুপারি এবং বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। জৈন্তাপুর সিমান্ত থেকে ১টি ডিআই গাড়ি দিয়ে ৩৩ বস্তা সুপারি সিলেট শহরে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
এবিষয়ে জানতে, ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার প্রতিবেদককে বলেন- গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফৈরিঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ বস্তা সুপারি সহ ১টি ডিআই গাড়ি আটক করে ক্যাম্পে নিয়ে আসি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd