সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯
সিলেটের গোয়ানঘাট উপজেলার জাফলং ঘুরতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সোহেল (২৬) নামের এক যুবক। এতে আহত হয়েছেন আরো প্রায় ৮ জন।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট শহরতলীর পরগণা বাজার এলাকায় জাফলংগামী একটি সিএনজি অটোরিকশার সাথে লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই গাড়ির ৮ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর অটোরিকশার যাত্রী সোহেল (২৬) কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। সোহেল মোগলাবাজারের পূর্ব শ্রীরামপুরের লিলু মিয়ার ছেলে।
অন্যান্য আহতরা হলেন, মোগলাবাজারের সুশীল দাসের ছেলে সুমিত দাস (২০), তপন মিত্রর ছেলে তুহিন মিত্র (২২), ইসহাক আলীর ছেলে সাকিব (২০), আলী আহমদের ছেলে সাব্বির (২৫), মতিন মিয়ার ছেলে সালাম (১৪), গোপাল পালের ছেলে প্রীতম পাল (১৮), সিননাত পুরের টিয়া মিয়ার ছেলে জয়নাল (৩২) ও দীপক (২৮)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয়দের কাছ থেকে শুনেছি ঘটনাস্থল থেকে ৬জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ওসমানী মেডিকেলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা আসলে মূল তথ্য পাওয়া যাবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd