নগরীতে ছাত্রদল ক্যাডার রাব্বির নেতৃত্বে ব্যবসায়ীর বাসা দখল! উদ্ধার করলো পুলিশ

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

নগরীতে ছাত্রদল ক্যাডার রাব্বির নেতৃত্বে ব্যবসায়ীর বাসা দখল! উদ্ধার করলো পুলিশ

সিলেট নগরীর ১৯নং ওয়ার্ডের মিরাবাজারের খারপাড়ায় ১৫নং বাসার মালিক ব্যবসায়ী দেলওয়ারের ভাড়াটিয়াদেরকে বের করে দিয়ে বাসা দখল করে ছাত্রদল ক্যাডার রাব্বির নেতৃত্বে ৩০-৪০ জনের মতো সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় আহত হন ভাড়াটিয়া মহিলা ও বাসার মালিক দেলওয়ার হোসেন। তাৎক্ষণিক কোতয়ালী থানার এসআই সিরাজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদেরকে ঘর থেকে বের করে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর শওকত আমীন তৌহিদ। পুলিশ ও স্থানীয় মুরব্বিরা কাউন্সিলরের কাছে বাসার চাবি তুলে দিয়ে বলেন, বিষয়টি আপনি স্থানীয়দেরকে নিয়ে মীমাংসা করে দিবেন।

বাসার মালিক দেলওয়ার হোসেন বলেন, আমি এই বাসাটি ক্রয় করেছি এবং ভাড়াটিয়া দিয়ে ভোগদখল করা অবস্থায় ও বাসার বিভিন্ন উন্নয়ণ কাজ চলমান থাকা অবস্থায় আজ সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ছাত্রদলের দুর্ধর্ষ ক্যাডার রাব্বির নেতৃত্বে ৪০টির মতো মোটরসাইকেল যোগে আমার ভাড়াটিয়া ও আমাকে মারধর করে বের করে দেয়। আমি তাৎক্ষণিক কতোয়ালী মডেল থানায় যোগাযোগ করলে পুলিশ এসে বাসার অবৈধ দখলদারদেরকে বের করে দিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে দখল সমজিয়ে দেয়।

এখানে উল্লেখ্য যে, এই বাড়িটি আমি যাদের কাছ থেকে কিনেছি তারা ২৫ বছর যাবত ভোগদখল করে আসছিলো। আমি স্থানীয় কাউন্সিলর শওকত আমীন তৌহিদ, মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান জামিল ও খারপাড়া পঞ্চায়েত কমিটির মুরব্বিদের উপস্থিতিতে বাসার দখল আমি সমজে পেয়েছিলাম। এবং আমি এটি ভোগদখল করা অবস্থায় সন্ত্রাসীরা আজকে বাড়িটি দখল করার চেষ্টা করে।

সিলেট নগরীর খারপাড়ার ১৫/জে এটিএম ফয়জুর রহমানে ছেলে সালমান হোসেন বলেন, এই জায়গার রেকর্ডেড মালিক মরহুম আজিজুন্নেছা। উনার কাছ থেকে জায়গাটি ক্রয় করে খারপাড়ার জামাল আহমদ। আর ২০১৫ সালে জামাল আহমদের কাছ থেকে ক্রয় করি আমি। আমি সালমান ব্যবসায়ী দেলওয়ার হোসেনের কাছে এই জায়গাটি বিক্রয় করি এবং স্থানীয় কাউন্সিলরসহ সকল মুরব্বিদের নিয়ে দেলওয়ারকে জায়গা ও বাসা বুঝিয়ে দেই। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা নিন্দনীয়।

এ ব্যাপারে রাব্বি আহমদ জানান, আমি উত্তরাধিকার সূত্রে ওই পাড়ার বেশ কিছু জায়গার মালিক। এই জায়গাসহ আশপাশের জায়গা নিয়ে আমাদের আদালতে ভাটোয়ারা মামলা চলছে। আমি আমার জায়গা দখল করেছি। স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ ও মুরব্বিদের অনুরোধে আমি দখল ছেড়ে চাবি কাউন্সিলরের কাছে দিয়েছি। দেলওয়ার বলছে আমি ছাত্রদল করি। আমি আগে ছাত্রদল করলেও এখন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা।

আমি আওয়ামী লীগ পরিবারের সদস্য। এব্যাপারে সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ বলেন, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কখনো দখলের রাজনীতি করেনা। আপনারা জানেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ রবিবার রাতে তাঁতীলীগের শোকসভা অনুষ্ঠানে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সব অঙ্গসংগঠন সতর্ক হয়ে যাও, হাইব্রিড এবং কাউয়ারা আওয়ামী লীগে এসে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত হবে। তাই কোনো হাইব্রিড বা কাউয়াদের স্থান আওয়ামী লীগে হবেনা। রাব্বি স্বেচ্ছাসেবক লীগে আসার চেষ্টা করছে, কিন্তু আমরা তাকে নেইনি। কারণ স্বেচ্ছাসেবক লীগে কোনো সন্ত্রাসী ক্যাডার বা হাইব্রিডদের স্থান নেই।

এসআই সিরাজ মিয়া বলেন, আমরা খবর পেয়ে বাসার অবৈধ দখলদারদের বের করে দিয়ে বাড়ির চাবি স্থানীয় কাউন্সিলরের কাছে দিয়ে এসেছি। তিনি স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করবেন।

কাউন্সিলর শওকত আমীন তৌহিদ বলেন, বাসার বর্তমান মালিক দেলওয়ার আমাকে ফোন দিয়ে বিষয়টি অবগত করলে আমি পুলিশ পাঠাই। পরে আমি ঘটনাস্থলে গেলে পুলিশ আমার কাছে বাসার চাবি দেয়। বুধবার (২৮ আগস্ট) বাদ এশা আমার কার্যালয়ে বসে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও মুরব্বি ও উভয় পক্ষকে নিয়ে আমরা সালিশে বিষয়টি সমাধান করবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসার মালিক দেলওয়ার যেদিন সালমানের কাছ থেকে বাসা বুঝে নেন সেদিন আমি ও মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান জামিল ও খারপাড়া পঞ্চায়েত কমিটির মুরব্বিদের উপস্থিত ছিলাম

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..