সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ বাহিনী। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করলে থানা থেকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হচ্ছেন- সিলেট মহানগরের শাহপরাণ (র.) থানার পীরের বাজার মোকামের গুল গ্রামের মৃত মছদ্দর মিয়ার ছেলে মো. বাহার (৩০), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ইছারগাঁও গ্রামের মৃত সুমন আলীর ছেলে জালাল (৩৬) ও বিশ্বনাথ উপজেলার কালিজিরি গ্রামের সৈলার ছেলে রনজিত (২৫)।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ক্রাইম সিলেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন ‘ওসমানী হাসপাতালকে দালাল ও প্রতারক মুক্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি’।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd