সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
ফলে ফুলে ভরবে দেশ সবুজ হবে বাংলাদেশএ প্রতিপাদ্য কে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের উদ্যোগে জৈন্তাপুর ঐতিহাসিক জৈন্তেশ্বরীবাড়ীতে ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা ২০১৯উদ্বোধন করা হয়েছে।
২৮আগষ্ট বুধবার দুপুর ১১ টায় জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের আয়োজনে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, এ সময় তিনি বলেন-প্রতিটি বাড়ীর আঙ্গীনায়পুষ্টিার চাহিদা মেটাতে ফলদ ও বৃক্ষ গাছের চারা রোপন করতে হবে। বনজ ফলজ গাছের চারা রোপন করে অনেকে আর্থিক ভাবে সাবলম্বী হচ্ছেন। দেশকে সবুজ বনায়নে পরিণত করতে বেশি করে গাছের চারা লাগানোর উপর তিনি গুরুত্বারূপ করেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম এর সভাপতিত্বে ও উপসহকারী কর্মকর্তা শোয়েব আহমদ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাইট্রাস গভেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, উপ সুব্রত দেব নাথ, ৪ নং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজিজুল হক খোকন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, যুবলীগ নেতা আমিন আহমদ, নিকসন রায় প্রমুখ।এদিকে মেলায় ১০টি ষ্টল অংশ গ্রহন করে। তবে মেলা শুরু হলেও দর্শনার্থীর উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd