সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১৬টি লিস্টার মেশিন এবং ৮টি মেশিন বহনকারী নৌকা জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চাঁদাবাজির অভিযোগে একটি নৌকাসহ কাউছার নামের একজনকে আটক করা হয়। সে পাড়–য়া মাঝপাড়া গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে ধলাই নদীতে ইজারা বহির্ভূত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। লিজকৃত বালু মহালের বাইরে কালাইরাগ, কালা সাদক ও ধলাই বালু মহালে লুটপাট চালানো হচ্ছে। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ধলাই নদীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে অভিযান। টানা সাড়ে ৩ ঘন্টার অভিযানে ধলাই নদীর ইসলামগঞ্জ বাজার ও ধলাই সেতু এলাকায় ১৬টি লিস্টার মেশিন ও ৮টি নৌকা জব্দ করে ধ্বংস করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে বিভিন্ন নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd