আগামী ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র নির্বাচন। নির্র্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে পরিচালক পদপ্রার্থী হয়েছেন ১২জন বিশিষ্ট ব্যবসায়ী।
একান্ত সাক্ষাৎকারে কথা হয় সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে পরিচালক প্রার্থী, স্পাইসি রেস্টুরেন্ট ও সুরমা রিভার ক্রুজের ব্যবস্থাপনা পরিচালক শান্ত দেব। ব্যবসায়ীরা কেন আপনাকে (শান্ত দেব) ভোট দিতে চাইবে। আপনি কি করবেন? প্রশ্নের জবাবে শান্ত দেব বলেন, যেসব ব্যবসায়ীরা ভোটররা রয়েছেন তারা শুধু ভোট দেওয়ার মধ্যেই নিজেকে ব্যস্ত রাখেন। আমরা চাই একটি ফ্রেন্ডলি চেম্বার গঠন করতে। যাতে করে একজন ব্যবসায়ী আসবে তার সুখ-দুঃখ আমাদের সাথে শেয়ার করবে। এবং সে যেন তখন ওয়ানস্টপ সার্ভিস পায়।
এটি থাকবে আমাদের মূল লক্ষ্য। ট্রেড লাইসেন্সের জন্য চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে কি সুবিধা দেওয়া হবে? প্রশ্নের জবাবে শান্ত বলেন, আপনারা ইতিমধ্যে জানেন যিনি প্রশাসক জনাব আসাদ উদ্দিন আহমদ আগের কমিটির সবাইকে নিয়ে এবং মেয়রকে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনে চেম্বারের ব্যবসায়ীদের জন্য আলাদা কর্ণার করা হয়েছে। এটি বেশ ভালো উদ্যোগ। তবে আমরা যদি নির্বাচিত হই যারা ট্রেড লাইসেন্স করবে তারা কোনো প্রকার হয়রানির শিকার হবেনা। তারা যখন ট্রেড লাইসেন্স করবে তখন চেম্বার কর্তৃপক্ষ তাদেরকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করবে।
প্রয়োজনের অতিরিক্ত ফিস তাদের কাছ থেকে নেওয়া হবেনা। আগামী ২১শে সেপ্টেম্বরের নির্বাচনে ১২জন পরিচালক প্রার্থীদের সমন্বয়ে গঠিত সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল নির্বাচন করবে। প্রার্থীরা হলেন এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান (জামিল), খন্দকার ইসরার আহমদ রকি, মো. শফিকুল ইসলাম, শান্ত দেব, আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, আলিমুল এহসান চৌধুরী।