জগন্নাথপুরে একটি বিদ্যালয়ে বাল্বের দাম ৮৫০ টাকা, মোটরের দাম ২৫ হাজার: প্রধান শিক্ষক শোকজ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

জগন্নাথপুরে একটি বিদ্যালয়ে বাল্বের দাম ৮৫০ টাকা, মোটরের দাম ২৫ হাজার: প্রধান শিক্ষক শোকজ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮৩নং দিঘলবাগ “খ” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নানান অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর শোকজ করা হয়। গতকাল বুধবার ও ১ অক্টোবর মঙ্গলবার তিনি স্কুলে না যাওয়ায় তাকে পুনরায় শোকজ করেন সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা।

জানা যায়, বাজারে একটি বৈদ্যুতিক সুইচের দাম সর্বোচ্চ ৩০ টাকা, একটি ১২ ওয়াটের এলইডি বাল্বের দাম সর্বোচ্চ ২৮০ টাকা, দেড় হর্সের একটি কারেন্ট মোটরের দাম সর্বোচ্চ সাড়ে ৫ হাজার টাকা। অথচ বিল-ভাউচারে বৈদ্যুতিক সুইচের দাম ৪৫০ টাকা, বাল্বের দাম ৮৫০ টাকা আর একটি কারেন্ট মোটরের দাম ২৫ হাজার টাকা ক্রয় মূল্য দেখানো হয়েছে। ওই বিদ্যালয়ের শ্রেণীকক্ষ মেরামতের

কথা বলা হলেও দুই মাসেই সেই টিন ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ছে। ফলে পানিতে ভিজেই ক্লাস করছে শিক্ষার্থীরা। স্কুল মেরামতের জন্য গত অর্থ বছরে বিদ্যালয়টি ৯০ হাজার টাকা বরাদ্দ পেলেও কাজ না করে বিল-ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে, এমন অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
নাম না প্রকাশের শর্তে প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক জানান, বরাদ্দকৃত টাকা তুলতে উপজেলা পর্যায়ে কিছু টাকা দিতে হচ্ছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। বাকি টাকা দিয়ে নামমাত্র কাজ করিয়েছেন। এ ছাড়া বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নামে বিদ্যালয় ভিত্তিক প্রতি বিদ্যালয়ে ৮০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র মেরামত, রুটিন মেইনটেন্যান্স, প্রাক-প্রাথমিক

শ্রেণীকক্ষ সজ্জিত করণ ও উপকরণ ক্রয় বাবদও রয়েছে বরাদ্দ। পুরো বিষয় তদন্ত করা হলে আরও অনিয়ম বের হবে।
এ ব্যাপারে জানতে ৮৩নং দিঘলবাগ “খ” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অঞ্জন কান্তি তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোনে পাওয়া যায়নি।

গত ১৭ জুলাই জগন্নাথপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা স্কুল পরিদর্শনে গিয়েও তাকে ক্লাসে পাননি। তাছাড়া রয়েছে অনিয়মের অভিযোগ। সব মিলিয়ে গত ২৯ সেপ্টেম্বর শোকজ করা হয়। গতকাল বুধবার ও ১ অক্টোবর শনিবার তিনি স্কুলে না যাওয়ায় তাকে পুনরায় শোকজ করেন সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা। এ ব্যাপারে রাপ্রুচাই মারমা বলেন, প্রধান শিক্ষক অঞ্জন।

তালুকদারকে বিভিন্ন অভিযোগে ও স্কুলে না আসার কারণে শোকজ করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..