সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯
মায়ের চিকিৎসা করাতে গিয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জনের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। এখন চিকিৎসা করানোর মত কোনো টাকা আমাদের নেই। কী করবো কিছুই ভেবে পাচ্ছি না। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে হয়তো একজন মাকে চিকিৎসা করাতেন বিল্লু লাল।
কথাগুলো বলছিলেন, সিলেট নগরীর মহাজনপট্রি এলাকার বাসিন্ধা বিল্লু লাল ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার মা সীমা রাণি (৩৫)।
বিল্লু লাল জানান, তিনি পেশায় একজন পরিচন্নকর্মী। তিনি সিসিকের পরিচন্নতার কাজ করে সংসার চালান। জায়গা জমি ও অন্যান্য সম্পদ বলতেও নেই।
তিনি জানান, গত দীর্ঘদিন থেকে এই রোগে আক্রান্ত। আত্মীয় স্বজনদের কাছে থেকে টাকা নিয়ে মায়ের চিকিৎসা করিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মায়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। এখন আর চিকিৎসা করানোর মতো টাকাও তার কাছে নেই।
জানা যায়, দীর্ঘদিন সিলেট নর্থইষ্ট মেডিকেল ভর্তি থাকার পরও কিন্তু সেখানকার চিকিৎসক রোগ নির্ণয় করতে পারেননি। পরে ঢাকা নর্থইষ্ট মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সীমা রাণির ব্লাড ক্যান্সার হয়েছে।
এ রোগের চিকিৎসায় অনেক টাকার দরকার। আর এ বিশাল পরিমাণ টাকা যোগাড় করা বিল্লু লালের পক্ষে সম্ভব নয়। তাই সে দেশের মানুষসহ সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
বিল্লু লালের মোবাইল নংÑ ০১৭৬৫-৭২২৭৫৮, প্রাসনাল বিকাশ নং- ০১৭১২-০৭৯৩৩৩।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd