সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯
সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ, তদন্ত হিল্লোল রায় ও সহকারী উপপরিদর্শক।
সেপ্টেম্বর মাসে অভিযান চালিয়ে মাদক, জঙ্গি, নাশকতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। মাদক, সন্ত্রাস, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করায় জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে তাদেরকে এ কৃতিত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নিকট থেকে তিনি জেলার শ্রেষ্ট অফিসারের স্বীকৃতি হিসেবে পুরুস্কার গ্রহণ করেন।
এছাড়াও পুরুস্কার পেয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব রায়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, সিলেটের সু-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জেলার শ্রেষ্ট ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ায় থানার সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি গোয়াইনঘাটের সকল সংবাদ কর্মী ভাইদের উৎসাহ ও উদ্দীপনা আমাদের কার্যক্রমে অনুপ্রেরণা যুগিয়েছে। তাই আমি সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের সুনাম অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd