সিলেটের বিশ্বনাথ উপজেলায় পঞ্চাশোর্ধ মানসিক প্রতিবন্ধী এক নারীর সন্ধান পাওয়া গেছে। তিনি নিজের সঠিক নাম পরিচয় বলতে অক্ষম। স্বল্পভাষী ওই ই নারী ধর্মীয় কাজেই দিনাতিপাত করছেন। জিজ্ঞাসায় নিজের নাম ছালেখা খাতুন বললেও পরক্ষণে নিজেকে রুকিয়া খাতুন বলে দাবি করছেন তিনি।
মিল পাওয়া যায়নি তার দেয়া বাড়ির ঠিকানাও। তিনি স্বজনদের কাছে ফেরার আগ্রহ প্রকাশ করলেও ভুল তথ্যের কারণেই তাকে সঠিক ঠিকানায় ফিরিয়ে দিতে পারছেন তার আশ্রয়দাতা। এ অবস্থায় বিপাকে রয়েছেন মানবিক কারণে তাকে আশ্রয় দেয়া এক যুবক।
গত ১৫ দিন ধরে নিজ মায়ের সাথে ওই নারীকে রাখছেন তিনি।
উপজেলা সদরের আরামবাগ এলাকার বাসিন্দা আবদুল আলীম জানান, গেল মাসের ২৮ তারিখ সকালে ওই নারীকে বাসার সামনে পাওয়া যায়। ক্ষুধার্ত শরীরে ময়লা কাপড় জড়িয়ে বসে ছিলেন তিনি। আমরা মানবিক কারণেই তাকে আশ্রয় দেই। এরপর থেকেই আমার মায়ের সাথেই আছেন তিনি।
রাতদিন নামাজ ও কোরআন পড়ে সময় কাটে তার। আমরা নাম ঠিকানা জানতে চাইলে তিনি একেক সময় একেক নাম বলেন। কাগজে নিজের পিতা ও স্বামীর নামসহ ঠিকানা, হবিগঞ্জের লাখাই থানার রেজনগর গ্রাম লিখে দিলে, ঠিকানাসহ তাকে থানা পুলিশের কাছে নিয়ে যাই। পুলিশ তদন্ত করে কিছুই সঠিক পায়নি বলে জানায়। ইচ্ছেনুযায়ী ওই নারীকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া প্রয়োজন। এজন্য সকলের সহযোগিতা চাই। ছবি দেখে উনাকে কেউ শনাক্ত করা গেলে এই (০১৭১১ ৩৯৯৪০৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।
Sharing is caring!