কোম্পানীগঞ্জে ভারতীয় পাগলা মহিষের তাণ্ডব, আহত ১৫

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

কোম্পানীগঞ্জে ভারতীয় পাগলা মহিষের তাণ্ডব, আহত ১৫

সিলেটের কোম্পানীগঞ্জ ভারত থেকে আসা মহিষের হামলায় ইউনিয়নের পরিষেদের সাবেক চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ, পাড়ুয়া, কাঁঠালবাড়ি, লম্বাকান্দি গ্রামে তাণ্ডব চালায় পাগলা মহিষটি।

এ ঘটনায় আহতরা হলেন- রিয়াজ আলী (৭০), আবুল হাসেম (৫৫), মাওলানা জামাল উদ্দিন (৩৫), আবুল কালাম (২৫) ও আব্দুল গণি (৫৫)। তাদের মধ্যে মাওলানা জামাল উদ্দিন ও আবুল হাসেমকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

জানাযায় ,সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে  ঢুকে পড়ে  মহিষটি।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, মহিষটির আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছেন। মহিষটি ধরতে বন কর্মকর্তাদের খবর দেওয়া  হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..