সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে গাড়ী ভর্তি ভারতীয় সুপারীর চালানসহ চোরাকারবারী সালেহ পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত সালেহ আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ বাসিন্ধা মৃত মিনার আলীর ছেলে সে বর্তমানে সিলেট নগরীর শাহপরান থানাধীন সাদিপুর এলাকার ৩৬ নং বাসার ভাড়াটিয়া।
বুধবার সন্ধা রাতে এসএমপির কোতোয়ালী থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনুপের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়ি ভর্তি ভারতীয় সুপারিসহ সালেহ আহমদ (৩৫) কে আটক করা হয়েছে।
জানা গেছে- সালেহ আহমদ দীর্ঘদিন থেকে সিলেটের সীমান্ত এলাকা গোয়াইনঘাট ও জৈন্তাপুর দিয়ে নগরীর কাজিরবাজার ও সোবহানীঘাট কাচাবাজার এলাকায় চোরাই পণ্য পাচার করে আসছে। চোরাই পণ্যের মধ্যে রয়েছে সুপারি, আলু, টমেটো, কবি, মাদকসহ সকল ধরনের ভারতীয় চোরাই পণ্য পাচার করছে করছে।
চোরাকারবারী সালেহ আহমদ এর বিরুদ্ধে এসমপির কোতোয়ালী, জালালবাদ, শাহপরান ও ডিএমপির শ্যামপুর থানায় বিভিন্ন চোরাই ও মাদকের মামলা রয়েছে।
এসএমপির কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা চোরাকারবারী সালেহ আহমদকে আটকের বিষয়টি নিশ্চত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd