সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর থেকে ৩৯ টি ভারতীয় গরু পাচারের সময় নৌকাসহ একজন আটক করেন তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ। আটক গরু গুলোর নৌকার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
আটক ব্যক্তির নাম শফিক মিয়া। তিনি জেলার ধর্মপাশা উপজেলা সদরের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।
একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ট্যাকেরঘাট, বড়ছড়া, চাঁনপুর, বারেকটিলা সীমান্ত এলাকা দিয়ে চিহ্নিত চোরাচালানীদের মাধ্যমে অবৈধ ভাবে আসা গরুর চালান শুক্রবার সকালে ট্যাকেরঘাট থেকে নৌকা যোগে ধর্মপাশা উপজেলায় যাচ্ছে।
এসময় খবর শুনে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মুসার সহযোগিতার ইঞ্জিন চালিত নৌকা ও গরুসহ একজনকে টাংগুয়ার হাওরের মাঝ দিয়ে যাওয়ার সময় আটক করেন।
গরু আটকের সত্যতা নিশ্চিত করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মুসা জানান, গরুগুলোর মালিক পাওয়া যায়নি।
তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ জানান, আটক গরু গুলো কাস্টমস, বিজিবিসহ আমরা ওপেন নিলামে বিক্রি করবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd