শাবিতে জাল সনদে চাকরি করছেন যমুনা কোম্পানীর স্টাফরা

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

শাবিতে জাল সনদে চাকরি করছেন যমুনা কোম্পানীর স্টাফরা

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)’র নিরাপত্তার জন্য ‘যমুনা স্টার সেভ গার্ড সার্ভিস লিমিটেড’ এর মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগ লোকের জাল সনদে চাকরি করছেন।

জানা গেছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের অফিস সহায়ক সোহেল ‘যমুনা স্টার সেভ গার্ড সার্ভিস কোম্পানীর লোকজনের সাথে হাত মিলিয়ে জাল সনদ দিয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে ভূয়া জাল সনদধারী লোক নিয়োগ দিয়েছেন। আর লোকদের কাছ থেকে অবৈধ ফাঁদা হাসিল করছেন চাকরি দাতারা।

জাল সনদধারী অশিক্ষিত লোক নিয়োগের ক্ষেত্রে অনেকটা প্রশ্নবৃদ্ধ হচ্ছে শাবির নিরাত্তা। জাল সনদধারীরা হলেন ‘যমুনা স্টার সেভ গার্ড সার্ভিস লিমিটেঢের সাদিক মাহমুদ, নুরুজ্জামান, শেখ রাসেল ইসলাম, মোদ্দাব্বির হোসেন, উকিল মিয়া, সাগর মিয়া, ময়নুল ইসলাম, আবজাল মিয়া, রাকিব আলী, শানুর মিয়া।

এ বিষয়ে ‘যমুনা স্টার সেভ গার্ড সার্ভিস লিমিটেড সিলেটের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির আলম বলেন- আমার জানামতো কোন জাল সনদধারী লোক নেই, যদি থাকে তাহলে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..