সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আবাসিক চিকিৎসক ডাঃ আখতার উজ জামান আখন্দের উপর পলাশ ইউপি চেয়ারম্যানের ছেলের হামলায় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) ৩টার দিকে আব্দুজ জহুর সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,গত সোমবার রাতেই আবাসিক চিকিৎসক ডাঃ আখতার উজ জামান আখন্দ বাদী হয়ে পলাশ ইউনিউয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও তার ছেলের সাইদুর রহমান রাজিবকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পলাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে পুলিশ গ্রেপ্তার করে। এসময় মামলার অপর আসামি চেয়ারম্যানের ছেলে সাইদুর রহমান রাজিব পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আবাসিক চিকিৎসক ডাঃ আখতার উজ জামানের উপর পলাশ ইউপি চেয়ারম্যানের ছেলের হামলায় দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, চেয়ারম্যানের ছেলে সাইদুর রহমান রাজিব পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
একাধিক সূত্রে জানাযায়,রাজিব বিশ্বম্ভরপুর হাসপাতালে গিয়ে নার্সদের উত্যক্ত করতো। বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সেবন করেও হাসপাতাল এলাকায় গিয়ে সে খিস্তিখেউর করতো। তার বখাটেপনার প্রতিবাদ করেন ডাক্তার। এসব কারণে রাজীব ডাক্তারের উপর ক্ষ্যাপা ছিল। সোমবার দুপুরে তুচ্চ বিষয় নিয়ে আবাসিক ডাক্তারের কক্ষে গিয়ে সে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তার গায়ে হাত তোলে। থাপ্পর দিয়ে তার কানের পর্দা ফাটিয়ে ফেলে। এসময় সাধারণ জনতার প্রতিরোধের মুখে সে পালিয়ে যাওয়ার সময় আইনগত ব্যবস্থা নিলে ডাক্তারকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এদিকে উপজেলার সর্বোচ্চ পদের স্বাস্থ্য কর্মকর্তাকে বখাটে এভাবে নির্যাতন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিএমএ নেতৃবৃন্দ। বিএমএ সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ডাঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈকত দাসসহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে নির্যাতনকারী রাজিবকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় আহত ডাঃ আক্তারুজ্জামান আকন্দ মামলার করেন।
আরো জানা গেছে,সাইদুর রহমান রাজিব একজন বখাটে ও মাদকসেবী বলে এলাকাবাসী জানিয়েছেন। কিছুদিন আগে সে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল আহমদ সাজুর উপর বিশ্বম্ভরপুর নতুন পাড়ায় অতর্কিত আক্রমণ করেছিল বলে জানা গেছে।
Sharing is caring!