আপনারা কউকা কিতা দরকার, আমি কইরা দিমু: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

আপনারা কউকা কিতা দরকার, আমি কইরা দিমু: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পরিচালনায় দেশ বদলে যাচ্ছে। দেশের সব জায়গায় উন্নয়ন কাজ হচ্ছে। আমরা শুধু জনগণের দোয়া ও ভোট চাই। তিনি বলেন, প্রবাসী ভাইদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কারণ প্রবাসীদের কষ্টার্জিত টাকা দেশকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে।
সভায় সাদা মনের মানুষ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্থানীয় গ্রাম-গঞ্জের আঞ্চলিক ভাষায় সহজ-সরল ও সাদামাটা ভাবে বলেন, “আপনারা কউকা কিতা দরকার, আমি কইরা দিমু। আমি কামলা বেটা খালি কাম করতাম চাই। টেকার কোন অভাব নাই। আপনারা আমারে যতো পারইন কাম দেউকা”।
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ২৫ অক্টোবর শুক্রবার জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যে’র উদ্যোগে নির্মিত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “মরচুয়ারী” উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যে’র চেয়ারম্যান তাহের কামালীর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আবদুল ওয়াহিদ ও সাংবাদিক আবদুল হাই এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংস্থার পক্ষে যুক্তরাজ্য প্রবাসী তছির আলী, মিরপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, মাওলানা মঈনুল ইসলাম পারভেজ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম টুনু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর পিএস মোহাম্মদ হুমায়ূন কবির, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আনহার মিয়া মেম্বার, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর।
এ সময় উন্নয়ন সংস্থার ট্রেজারার রেজাউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আশিকুল হক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন, প্রবাসী আবদুর রব,উপজেলা আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুবলীগ নেতা সিপন আহমদ, সিনিয়র সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, রাণীগঞ্জ কলেজের প্রভাষক সাংবাদিক মিছলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারি সাজিদুর রহমান, সহ-সেক্রেটারি আবদুল হান্নান, জগন্নাথপুর বাজারের সাবেক সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, ব্যবসায়ী জামিল আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন।
এ সময় দেখা যায়, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কৌতুহলের সাথে বৃষ্টিতে ভিজে মন্ত্রীর আঞ্চলিক ভাষার বক্তব্য মনযোগ সহকারে শুনছিলেন উপস্থিত জনতা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..