প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করছেন জৈন্তাপুরের দুলাল

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করছেন জৈন্তাপুরের দুলাল
জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের ইমরান আহমদ দুলালের বিরুদ্ধে রাস্তার নামে সরকারি বরাদ্ধকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়টি একটা ষড়যন্ত্র বলে ভিন্নমত প্রকাশ করেছেন টি. আর প্রকল্পের সভাপতি ইমরান আহমদ দুলাল।
ক্রাইম সিলেট অনলাইন নিউজ পোর্টালে ‘জৈন্তাপুরে দুলালের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দুলাল।
তিনি রোববার ক্রাইম সিলেটে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইমরান আহমদ দুলাল বলেন- ‘জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের রাস্তার নির্মাণ কাজের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকার কাজও তিনি শুরু করেছেন। কাজ চলাকালীন অবস্তায় চারিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহেল আহমদ বাধা হয়ে দাঁড়ান।এবং কিছু টাকাও দাবি করেন। যার কারণে কাজটি সমাপ্ত করা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে।
এরপর থেকে রাহেল দুলালের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এমনকি দুলালকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। টি. আর প্রকল্পের সভাপতি ইমরান আহমদ দুলাল উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিজ্ঞপ্তি

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..