সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা দুইটায় গোয়াইনঘাট থানার উদ্যোগে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই সভায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক, জঙ্গি, গুজব, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সমাজের সকল প্রকার অপরাধ প্রবণতা প্রতিরোধে প্রত্যেক শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ১৩ থেকে ১৯ বছর বয়সের মধ্যে কোন শিক্ষার্থী আবেগে আপ্লুত হয়ে কোন সিদ্ধান্ত নিবেন না। বিশেষ করে এই বয়সসীমার মধ্যে মোবাইল ফোন ব্যাবহার না করাই শ্রেয়। তিনি বলেন, লক্ষ্যস্থির করে মনযোগী হয়ে পড়াশোনা করতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে অভিভাবকদের প্রত্যেকটি কথার মূল্যায়ন দিতে হবে।
তিনি আরো বলেন ইভটিজিং, বাল্যবিবাহসহ প্রতিটি বিষয়ে আইনী সহযোগিতার জন্য গোয়াইনঘাট থানা পুলিশ প্রস্তুত রয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলেমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd