সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে কসমেটিকসসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ। সোমবার জব্দ তালিকা শেষে চোরাই পথে নিয়ে আসা এসব মালামাল সুনামগঞ্জ কাষ্টমসে জমা দেয়া হয়।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের বিজিবির বিশেশায়িত একটি চৌকস টিম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর সেতুর উপর থেকে রবিবার রাতে কসমেটিকসসহ ভারতীয় বিভিন্ন মালামালে একটি চালান আটক করেন।
ওই চালানটিতে ৪৭৯ পিস ভারতীয় ক্লিনিক প্লাস শ্যাম্পু, সেভেন ওয়েল তৈল ২৪০ বোতল, ডাকল আমলা তৈল ৮২৮ বোতল, জনসন বেবী সোপ (সাবান) ৩ হাজার ৪৮০ বোতল , লোশন ১৯২ পিস, বেবী ওয়েল ১ হাজার ৬৮ বোতল , সুন্দরীয় এ্যালোভেরা জেল ৫৯ পিস, হরলিক্স ১৪৪ পিস জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মুল্য প্রায় ৭ লাখ ৮৯ হাজার, ৪৪৮ টাকা। ,
জেলার সদর উপজেলার ডলুরা (বর্ডার হাট) সীমান্ত হাট হতে কয়েকটি চোরাকারবারী চক্র বিনাশুল্কে এসব ভারতীয় মালামাল নিয়ে এসে মজুদের পর দেশের বিভিন্ন স্থানে সড়ক পথে সরবরাহের জন্য সেতু এলাকা হতে বিজিবির বিশেশায়িত চৌকসটিম এসব মালামাল আটক করতে সক্ষম হয় বলেও দাবি করেন বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd