সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৈলাখেল মৌজাধীন পশ্চিম লাখেরপাড় ও পাথরটিলার উপর দিয়ে তৈরী হওয়া প্রাচীন লামিন রাস্তাটি প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার এবং দ্রুত সংস্কার করে তা জনস্বার্থে খুলে দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসি।
পাথর, বালি এবং পর্যটকবাহি যানবাহনের কারণে সিলেট-তামাবিল মহাসড়কের মামার বাজার, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ভয়াবহ যানযটের সৃষ্টি হয়। ফলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে কাদা পানি মাড়িয়ে চরম দুর্ভোগ ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসিকে।
এসময় মামার দোকান পচু মার্কেটের দক্ণি দিয়ে পুরনো লামিন সড়কটি ব্যবহার করে থাকেন এলাকাবাসি। কিন্তু চৈলাখেল মৌজাধীন জেএল নং ৮২, খতিয়ান নং০১, দাগ নং ২৭৬(সরকারি খয়রুম লামিন রাস্তা)দাগ নং ২৯১ (সরকারি ছড়া) একটি ছড়াসহ সরকারি উক্ত সড়কটির বৃহৎ অংশ স্থানীয় কিছু প্রভাবশালী মহলের দখলে থাকায় জনসাধারণ ও ছোট যানবাহন চলাচলের অন্তরায় হয়ে দাড়িয়েছে। বিষয়টির প্রতিকারে স্থানীয়রা উদ্যোগি হয়েছেন।
তারা গোয়াইনঘাটের সহকারী কমিশনার(ভুমি) বরাবরে ছড়াসহ উক্ত লামিন সড়কটি সরকারী সার্ভেয়ার দ্বারা জরিপ সাপেক্ষ দ্রুত উদ্ধার এবং জনসাধারণ এবং ছোট যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক করে দাবি জানিয়েছেন। এলাকাবাসির পক্ষে স্মারকলিপিটি দেন নুরুল হক শিকদার। যার ডকেট নং ১৮৮০, তাং ১০-১০-২০১৯ইং।
এলাকাবাসির পক্ষে করা উক্ত স্মারকলিপিতে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশও করেছেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ।
এলাকাবাসির পক্ষে সড়ক উদ্ধারের জন্য স্মারকলিপি প্রদানকারী নুরুল হক শিকদার জানান, আমাদের এলাকার জনগণ, যান চলাচল করতে দুর্ভোগ ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়তই। অথচ প্রভাবশালি মহলের দখলে থাকা সরকারি একটি রাস্তা ও ছড়া থাকা সত্যেও তা উদ্ধার পুরো এলাকার মানুষের এ জনদুর্ভোগ লাঘব হয় অনায়াসে।
এ ব্যাপারে জরিপ করতঃ সরকারি রাস্তা ও ছড়া উদ্ধারে জনস্বার্থেই এ উদ্যোগ নিয়েছি। গোয়াইনঘাটের সহকারী কমিশনার(ভুমি) লুসিকান্ত হাজং জানান,সরকারি রাস্তা উদ্ধারের বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি,অচিরেই তদন্ত পুর্বক এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd