সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে ও অফিস সহায়ক জিল্লুর রহমানের পরিচালনায় শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন দেশের জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করতে হলে সমবায়ের বিকল্প নেই। তাই প্রত্যেক ব্যাক্তিকে সমবায়ী হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, গোয়াইনঘাট কেন্দ্রীয় সমিতির সভাপতি লোকমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলী হোসেন, গোয়াইনঘাট উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা নজরুল ইসলাম, সালুটিকর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট হালচাষ ট্রাক্টর কমিটির সভাপতি মো কুতুব উদ্দিন, পোল্ট্রি খামার কল্যাণ সমিতির সভাপতি মুহিবুল করিম, জাফলং পর্যটন কেন্দ্র ব্যাবসায়ী সমিতির সদস্য সফিকুর রহমান, বৃহত্তর মামার বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, জাফলং পাথর শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd